হোম > অপরাধ > রাজশাহী

৯ মাসের মেয়েকে পায়ে পিষে হত্যা, বাবার ফাঁসি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েকে হত্যার দায়ে বাবা বদিউজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০১ ধারায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই কারাদণ্ড প্রদান করেন।

আদালতের স্টেনোগ্রাফার রবিউল ইসলাম সরকার ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান (২৮) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, একটি মেয়ে থাকার পরও আরেকটি মেয়েসন্তান জন্ম হওয়ায় বদিউজ্জামান অসন্তুষ্ট হন। এ বিষয় নিয়ে প্রায়ই তিনি তাঁর স্ত্রী ও সদ্যোজাত মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এরই জেরে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বদিউজামানের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। সে কারণে বদিউজ্জামান তাঁর ৯ মাসের মেয়েকে হত্যার পরিকল্পনা করেন। পরদিন ১৩ সেপ্টেম্বর রাতে বদিউজ্জামান স্ত্রীর অগোচরে ঘুমন্ত মেয়ে সুমাইয়াকে তুলে পায়ে পিষে হত্যা করে তার মরদেহ বাড়ির পাশে ডোবায় ফেলে দেয়। এ ঘটনার পর তাঁর স্ত্রী সুন্দরী খাতুন বাদী হয়ে বদিউজ্জামানকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক