হোম > অপরাধ > রাজশাহী

৬ মাস পর মলিনা হত্যার রহস্য উদ্‌ঘাটন, বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকের হাতে খুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মলিনা বিবি (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন প্রেমিক সোনাবর মৃধা (৪৫)। বিয়ের জন্য চাপ দেওয়ায় তিনি মলিনাকে হত্যা করেন বলে জবানবন্দি দেন।

আজ রোববার মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টিপু মুন্সীর আদালতে জবানবন্দি দেন সোনাবর মৃধা। 

নিহত মলিনা উপজেলার মৈনম ইউনিয়নের চকদারপাড়া গ্রামের জিয়ার উদ্দিনের মেয়ে। স্বামী পরিত্যক্ত এই নারী সতিহাটে বাসা ভাড়া নিয়ে থাকতেন। বাজারের একটি তুলার মিলে শ্রমিকের কাজ করতেন মলিনা বিবি। 

আসামি সোনাবর মৃধা উপজেলার ভালাইন ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের মৃত অফির উদ্দিন মৃধার ছেলে।

আসামি সোনাবর মৃধা জবানবন্দিতে উল্লেখ করেন, মলিনা বিবির সঙ্গে তাঁর প্রেম ছিল। বিয়ে করার জন্য গত বছরের ৬ জুলাই মলিনা বিবিকে মোবাইল ফোনে ডাকেন সোনাবর মৃধা। সেদিন সারা দিন তাঁরা দুজনে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। ওই দিন সন্ধ্যার পর সোনাবরকে বিয়ের জন্য চাপ দেন মলিনা বিবি। 

এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিয়ের কথা বলে ভালাইন ইউনিয়নের আয়াপুর পাগলীতলা মণ্ডপের কাছে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন মলিনা বিবিকে। মৃত্যু নিশ্চিত করে তাঁর মরদেহ ওই মণ্ডপের পাশে একটি ঘাসখেতে ফেলে আত্মগোপন করেন সোনাবর মৃধা।

ওসি মোজাম্মেল হক কাজী বলেন, মলিনা বিবির মরদেহ উদ্ধারের পর থেকে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তৎপর ছিল পুলিশ। কিন্তু আসামি সোনাবর মৃধা বারবার স্থান পরিবর্তন করায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলা কোতোয়ালি থানা-পুলিশের সহায়তায় তাঁকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোনাবর মৃধা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

গত বছরের ৭ জুলাই পাগলীতলা মণ্ডপের পাশের একটি ঘাসখেত থেকে মলিনা বিবির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মলিনার ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মান্দা থানায় হত্যা মামলা করেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক