হোম > অপরাধ > রাজশাহী

১৬ মামলায় এক পরিবারের ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর একটি পরিবারের চারজনের বিরুদ্ধে ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। এর মধ্যে চারটি মামলায় আদালতে তাঁদের সাজাও হয়েছিল। তবে পুলিশ পরিবারটির নাগাল পাচ্ছিল না। অবশেষে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে রাজশাহী আনা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার চারজন হলেন–রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. শাহজাহান, তাঁর স্ত্রী বনো বেগম এবং ছেলে মোমিন শেখ ও মো. মুন্না।

জামিরুল ইসলাম জানান, রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন থানায় পরিবারের এই চারজনের বিরুদ্ধেই ১৬টি করে মামলা আছে। সব মামলাতেই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চারটি মামলায় পলাতক অবস্থায় আদালত তাঁদের সাজাও দিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার তুরাগের পরিবারটির অবস্থান নিশ্চিত হয়ে গত বুধবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। 

চন্দ্রিমা থানা-পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর রাজশাহী আনে। এরপর আসামিদের আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। পরিবারটি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার