হোম > অপরাধ > রাজশাহী

১৬ মামলায় এক পরিবারের ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর একটি পরিবারের চারজনের বিরুদ্ধে ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। এর মধ্যে চারটি মামলায় আদালতে তাঁদের সাজাও হয়েছিল। তবে পুলিশ পরিবারটির নাগাল পাচ্ছিল না। অবশেষে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে রাজশাহী আনা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার চারজন হলেন–রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. শাহজাহান, তাঁর স্ত্রী বনো বেগম এবং ছেলে মোমিন শেখ ও মো. মুন্না।

জামিরুল ইসলাম জানান, রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন থানায় পরিবারের এই চারজনের বিরুদ্ধেই ১৬টি করে মামলা আছে। সব মামলাতেই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চারটি মামলায় পলাতক অবস্থায় আদালত তাঁদের সাজাও দিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার তুরাগের পরিবারটির অবস্থান নিশ্চিত হয়ে গত বুধবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। 

চন্দ্রিমা থানা-পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর রাজশাহী আনে। এরপর আসামিদের আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। পরিবারটি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক