হোম > অপরাধ > রাজশাহী

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল, চার প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নাম অসীম হোসেন। বয়স মাত্র ২০ বছর। তবে প্রতারণায় তিনি ঝানু। প্রতারণার কৌশল হিসাবে তিনি কখনো প্রধানমন্ত্রী আবার কখনো এনএসআই’র ডিজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনএসআইয়ের ডিজি, কোস্টগার্ডের ডিজি, বিজিবির ডিজিসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করেন তিনি। তারপর সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠায় তাঁর চক্র। চক্রের প্রধান অসীমসহ চারজনকে গ্রেপ্তার করেছে এনএসআই।

এনএসআই কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত রাতে এনএসআই এবং ডিবির যৌথ অভিযানে নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী ও পাঁজরভাঙ্গা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। অসীম হোসেনের বিরুদ্ধে পেনাল কোড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার এনএসআই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনএসআই ও নওগাঁ পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্ৰেপ্তার করে। অভিযানে ঢাকা হতে এনএসআই'র বিশেষ একটি টিম কাজ করেছে। এসময় গ্ৰেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র,২টি মোবাইল সেট, একটি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে পাঠানোর উদ্দেশ্যে তৈরি ডিও লেটারের কপি জব্দ করা হয়।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়