হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। 

এর আগে রোববার সন্ধ্যার পর উপজেলার চামারী ইউনিয়নের চামারী গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের আরেকজন আহত হয়েছেন। আব্দুর রহমান ওই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ইফতারের পর জমি নিয়ে মামাতো ভাই আব্দুল করিম ও ফুপাতো ভাই আব্দুর রহমানের মধ্যে বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আব্দুর রহমানকে আঘাত করেন আব্দুল করিম। 

তাঁদের মারামারি থামাতে গিয়ে আহত হন প্রতিবেশী শহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাতেই নাটোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে শহিদুল ইসলামকে ভর্তি করা হয় এবং আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান আব্দুর রহমান। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা