হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। 

এর আগে রোববার সন্ধ্যার পর উপজেলার চামারী ইউনিয়নের চামারী গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের আরেকজন আহত হয়েছেন। আব্দুর রহমান ওই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ইফতারের পর জমি নিয়ে মামাতো ভাই আব্দুল করিম ও ফুপাতো ভাই আব্দুর রহমানের মধ্যে বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আব্দুর রহমানকে আঘাত করেন আব্দুল করিম। 

তাঁদের মারামারি থামাতে গিয়ে আহত হন প্রতিবেশী শহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাতেই নাটোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে শহিদুল ইসলামকে ভর্তি করা হয় এবং আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান আব্দুর রহমান। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী