হোম > অপরাধ > রাজশাহী

ম্যাজিস্ট্রেট পরিচয়ে গাড়ি তল্লাশি করতে গিয়ে পুলিশের হাতে ধরা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় যানবাহন তল্লাশি করছিলেন অজয় দেবনাথ (৩৫) নামে এক ব্যক্তি। এ সময় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দেন অজয়। পরে তাঁকে আটক করে প্রতারণার মামলা দেয় পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর শহরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে অজয়কে আটক করা হয়। অজয় দেবনাথ ওরফে সঞ্জয় দেবনাথ গাইবান্ধা সদর থানার বাদিয়াখালী গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, অজয় দেবনাথ গতকাল রাতে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাদক ও তামাক নিয়ন্ত্রণ সেল) পরিচয় দিয়ে বাসস্ট্যান্ডে থেমে থাকা যানবাহন ও বিভিন্ন ফলের দোকান তল্লাশি করছিলেন। তাঁর সঙ্গে পুলিশ না থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে। তখন অজয় দেবনাথ তাঁর ভিজিটিং কার্ড বের করে দেন। কার্ড দেখে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক বলে দাবি করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য যানবাহন তল্লাশি করছিলেন বলে পুলিশকে জানান অজয়। অজয়ের নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ সোমবার আদালতে পাঠানো হবে তাঁকে। 

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু