হোম > অপরাধ > রাজশাহী

চারঘাটে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)

রাজশাহীর চারঘাটে এক কেজি হেরোইনসহ মাদক কারবারি মনিরুল ইসলাম জনিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এর বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৫-এর একটি দল উপজেলার নন্দনগাছি বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মনিরুল ইসলাম জনির বাড়ি চারঘাট উপজেলার নতুনপাড়া গ্রামে। তার পিতার নাম মাহাবুবুর রহমান।

র‍্যাব জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে নন্দনগাছি বটতলা মোড়ে অবস্থান করছিলেন মনিরুল ইসলাম জনি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি কৌশলে পালানোর চেষ্টা করেন। কিন্তু র‍্যাবের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল ইসলাম র‍্যাবকে জানান, দীর্ঘদিন ধরে তিনি হেরোইন সংগ্রহ করে চারঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

তাঁর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার