হোম > অপরাধ > রাজশাহী

নবজাতকের গুরুতর অবস্থার সুযোগে ১৬ টাকার ইনজেকশন ৫২০ টাকায় বিক্রি

বগুড়া প্রতিনিধি

১৬ টাকা মূল্যের ইনজেকশন ৫২০ টাকায় বিক্রি করাল অপরাধে ‘বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল’ নামের একটি ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইন অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে দেওয়া হয়েছে সাড়ে ৭ হাজার টাকা। পাশাপাশি দোকানটি সাময়িক সিলগালা করা হয়েছে। 

আজ রোববার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

মো. লিখন আহমেদ নামের এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তিনি। 

ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘লিখনের চার দিনের শিশু গুরুতর অসুস্থ হয়ে শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তার জরুরি ভিত্তিতে kacin 100 নামে একটি ইনজেকশন আনতে বলেন। লিখন বাজারমূল্য না জানায় এবং জরুরি অবস্থার কথা বুঝতে পেরে বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল ওষুধটি ৫২০ টাকায় বিক্রয় করে। অথচ ওষুধটির বাজারমূল্য মাত্র ১৬ টাকা।’ 

‘লিখন পরবর্তীতে ওষুধটির দাম জনতে পেরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ দেন। বিকেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়।’ 

রিজভী আরও বলেন, ‘অভিযান চলাকালে আরও অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মৌখিকভাবে একই অভিযোগ করেন।’ 

এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। 

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার