হোম > অপরাধ > রাজশাহী

ইমো হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ৫

নাটোর ও লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের ইমো হ্যাকিং চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১১টি সিমসহ পাঁচটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ওই হ্যাকারদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন–রামকৃষ্ণপুর পূর্বপাড়ার রহিমের ছেলে শাকিল আহমেদ (২৩), নাজিম উদ্দিনের ছেলে সেলিম আলী (২০), জিয়ারুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (১৯) ; মহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার নাজিম প্রামাণিকের ছেলে সোহেল রানা (২৮) ও শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল (২৭)। 

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতেন। এরপর ইমো সফটওয়্যারে অবৈধভাবে প্রবেশ করে মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করতেন। নিজ পরিচয় গোপন করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভুক্তভোগীদের পরিচিতজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে অর্থ হাতিয়ে নিতেন। 

ফরহাদ হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।’ 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়