চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে সাতটি হার্ডডিস্ক, কম্পিউটার মনিটরসহ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গতকাল শনিবার রাতে শিবগঞ্জের টিকরী বাজারে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের টিকরী গ্রামের মো. আরশাদ আলী ওরফে কালু মিস্ত্রির ছেলে মো. লিটন আলী (২৮), একই ইউনিয়নের কালীচক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. সারিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. আলম আলী (২৩), নামোটিকরী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. বাইতুল ইসলাম (৩৯), লক্ষ্মীপুর গ্রামের মো. আল আমিনের ছেলে আহসান হাবিব (৪৪) ও মোবারকপুর গ্রামের মো. মাহিদুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৩০)।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।