হোম > অপরাধ > রাজশাহী

চুরির অভিযোগে মধ্যরাতে গাছে বেঁধে যুবকের মাথা ন্যাড়া

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছেন এক মুরগির খামারি। সদরের সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া গ্রামে বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম পিন্টুর দাবি, ওই ব্যক্তি এলাকায় একাধিক চুরি করেছেন। 

মাথা ন্যাড়া করে দেওয়া আমিনুল ইসলাম বুশের (৩২) বাড়ি চান্দপাড়া গ্রামে। পেশায় তিনি অটোরিকশা চালক। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

ইউপি সদস্য আমিনুল ইসলাম পিন্টু বলেন, ‘বুশের বিরুদ্ধে এলাকায় ছিঁচকে চুরির অনেক অভিযোগ রয়েছে। এ জন্য কেউ থানায় অভিযোগ করেন না। মাঝে মধ্যেই তিনি বাসা বাড়ি থেকে ছোটখাটো জিনিস চুরি করেন। মাথা ন্যাড়া করে দেওয়া বেআইনি হলেও গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে এই কাজ করেছে।’

বুধবার দিবাগত রাত ১টার দিকে পিপুলের মুরগির খামার সংলগ্ন রাস্তায় গাছের সঙ্গে বুশের দুই হাত বেঁধে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ঘটনাস্থলে ইউপি সদস্য এর কারণ জানতে চাইলে পিপুল জানান, তাঁর মুরগির খামারের ঘর থেকে বুশ একটি মোবাইল ফোন, একটি টর্চ ও ৫২৫ টাকা চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েন। এ কারণে তাঁরা বুশকে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দেন। 

আজ বৃহস্পতিবার চান্দপাড়া গ্রামে গিয়ে মুরগির ফার্ম মালিক পিপুলকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। তারপরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার