হোম > অপরাধ > রাজশাহী

তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার কোহিত মহল্লায় ধর্ষণের ঘটনা ঘটে।

আটক মো. আজিজুল হক (২৭) কোহিত মহল্লার মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বাচ্চু জানান, দুই বছর আগে পারিবারিকভাবে কোহিত মহল্লার আজিজুল হক একই গ্রামের ওই তরুণীকে বিয়ে করেন। পরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। চার মাস আগে উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে। আর ওই বিচ্ছেদের সময় মহল্লার সালিসে যৌতুক ও খোরপোশ বাবদ আড়াই লাখ টাকা পরিশোধ করেন আজিজুল হক। এ নিয়েই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। 

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই তরুণীর প্রতিবেশীর বাড়ি পানি আনতে যাওয়ার সময় একই গ্রামের আজিজুল হকসহ তিন জন তাঁকে তুলে নিয়ে যায়। এরপর গভীর রাতে মহল্লার পাশে ফাঁকা ফসলি জমিতে সেচ যন্ত্র পাহারা দেওয়ার একটি টং ঘরে আটকে রেখে সাবেক স্বামী তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ওসি আরও জানান, আজ শুক্রবার সকালে ওই তরুণীকে স্বজনেরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুরে মৌখিক অভিযোগ পেয়ে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁর সাবেক স্বামী মো. আজিজুল হককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়