হোম > অপরাধ > রাজশাহী

তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার কোহিত মহল্লায় ধর্ষণের ঘটনা ঘটে।

আটক মো. আজিজুল হক (২৭) কোহিত মহল্লার মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বাচ্চু জানান, দুই বছর আগে পারিবারিকভাবে কোহিত মহল্লার আজিজুল হক একই গ্রামের ওই তরুণীকে বিয়ে করেন। পরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। চার মাস আগে উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে। আর ওই বিচ্ছেদের সময় মহল্লার সালিসে যৌতুক ও খোরপোশ বাবদ আড়াই লাখ টাকা পরিশোধ করেন আজিজুল হক। এ নিয়েই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। 

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই তরুণীর প্রতিবেশীর বাড়ি পানি আনতে যাওয়ার সময় একই গ্রামের আজিজুল হকসহ তিন জন তাঁকে তুলে নিয়ে যায়। এরপর গভীর রাতে মহল্লার পাশে ফাঁকা ফসলি জমিতে সেচ যন্ত্র পাহারা দেওয়ার একটি টং ঘরে আটকে রেখে সাবেক স্বামী তাঁকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ওসি আরও জানান, আজ শুক্রবার সকালে ওই তরুণীকে স্বজনেরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুরে মৌখিক অভিযোগ পেয়ে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁর সাবেক স্বামী মো. আজিজুল হককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম