হোম > অপরাধ > রাজশাহী

বাইরে থেকে শিকল লাগানো ঘরে মিলল মা ও ২ সন্তানের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বাইরে থেকে শিকল লাগানো ঘরে মা ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

নিহতরা হলেন, উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সুলতান মিয়ার স্ত্রী রওশনারা (৪০), ছেলে জেহাদ (১০) ও মাহিম (৩)। 

নিহত রওশনারার বড় বোন লিলি খাতুন বলেন, ‘রওশনারা অন্যের বাড়িতে সুতার কাজ করে। গত তিন/চার দিন হলো কাজে যাচ্ছেন না সে। কাজে না যাওয়ায় বাড়ির মহাজন আমাকে ফোন করে। ফোন পেয়ে শনিবার দুপুরে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর নতুন পাড়া রওশনারার বাড়িতে এসে ঘরের দরজার শিকল লাগানো দেখি। তিনি সিটকিনি খুললে ঘরের মেঝেতে রওশনারা ও তাঁর দুই সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করি। চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।’ 

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ‘সন্ধ্যায় নিজ বসত ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’ 

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১