নাটোর (লালপুর) : একটি স মিলের দুটি বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর লিখে রেখে গেছে চোর। গত মঙ্গলবার (২২ জুন) রাতের আঁধারে এই অভিনব চুরির ঘটনা ঘটে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামে।
মিলের মালিক আলতাব হোসেনের ছেলে শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মিল বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে এসে দেখেন বৈদ্যুতিক মিটার নেই। চোর মিটারের স্থানে একটি ফোন নম্বর লিখে রেখে গেছে। সেই ফোন নম্বরে যোগাযোগ করলে বলে, ‘মিটার দেব, তবে টাকা দিতে হবে।' পরে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। একই দিন পাশের আব্দুর রাজ্জাকের স মিলেও একই ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান।