বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুগ পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে হায়দার আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হায়দার আলী বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত মোজাহারের ছেলে। রায় ঘোষণার সময় হায়দার আলী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন আজকের পত্রিকাকে জানান, ২০১১ সালের ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশীর পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানায়। ওই ছাত্রীর মা হায়দার আলীকে আসামি করে পরদিন গাবতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় প্রায় এক যুগ পর সোমবার দুপুরে আদালত রায় দেন।