হোম > অপরাধ > রাজশাহী

রিকশায় নিতে না চাওয়ায় চালককে মারধর: নাটোরের সেই এএসআইকে প্রত্যাহার

নাটোর প্রতিনিধি

নষ্ট অটোরিকশা চালাতে রাজি না হওয়ায় নাটোরের সিংড়ায় হারুন আলী (৪০) নামের এক অটোরিকশা চালককে পিটিয়েছিলেন সিংড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা। তাঁকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

আজ শনিবার রাতে নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে সিংড়া থানার একজন সহকারী উপ–পরিদর্শক (এএসআই) কর্তৃক একজন রিকশাচালক মারধরে শিকার হওয়ার খবর জানতে পারি। খোঁজ নিয়ে এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সিংড়া থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না। এ বিষয়ে অধিকতর তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রিকশা নিয়ে দমদমা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন হারুন আলী। উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে পৌঁছালে এএসআই সেলিম রিকশাটি থামাতে বলেন। এক কনস্টেবলসহ তিনজন রিকশায় উঠে সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বলেন। চালক সেলিমকে জানান, হঠাৎ করেই রিকশার মিটারের তারের সংযোগ ঢিলা হয়ে যাওয়ায় গাড়ি চলছে না। তিনি নিজেও এক হাতে হ্যান্ডেল ও এক হাতে তার ধরে এ পর্যন্ত এসেছেন। এই অবস্থায় তিনজনকে নিয়ে রিকশা চালানো সম্ভব হবে না। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম হারুনের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ লাইনে প্রত্যাহার করার পর অভিযুক্ত এএসআই সেলিম রেজার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড