হোম > অপরাধ > রাজশাহী

লালপুরে গরু চুরি করে পালানো সময় গ্রেপ্তার ২ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর সময় দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে আজ ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুরের লতিবপুর গ্রামের মো. সপরের ছেলে মো. শাকিল (২১) ও মো. মোসলেমের ছেলে মো. হান্নান (২০)। 

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের মো. সামির মণ্ডলের ছেলে মো. আশরাফুল মণ্ডলের (৫০) গোয়াল ঘর থেকে একটি কালো রঙের ষাঁড় চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেন ওই দুই চোর। এ সময় অমৃতপাড়া বাজারে পৌঁছালে চুরি করা গরু, বহনকারী গাড়িসহ দুই চোরকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে গরু, বহনকারী গাড়িসহ দুই চোরকে লালপুর থানায় নেওয়া হয়। 
 
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, গরু চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ওই দুই চোরকে আজ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। 

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা