হোম > অপরাধ > রাজশাহী

বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার পেন্টাডলসহ গ্রেপ্তার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে বদলগাছীর মথুরাপুর খাঁপাড়া থেকে একটি বাজাজ সিটি মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই আজিজ, মোনোয়ার ও এসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

এ বিষয়ে এসঅঅই আজিজ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল এমন তথ্য আমাদের কাছে ছিল। আজ ভোর রাতে মোটরসাইকেলে করে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আমরা এ অভিযান পরিচালনা করি। 

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার কথা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনে মাধ্যমে আজ দুপুরে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার