হোম > অপরাধ > রাজশাহী

বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার পেন্টাডলসহ গ্রেপ্তার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে বদলগাছীর মথুরাপুর খাঁপাড়া থেকে একটি বাজাজ সিটি মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই আজিজ, মোনোয়ার ও এসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

এ বিষয়ে এসঅঅই আজিজ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল এমন তথ্য আমাদের কাছে ছিল। আজ ভোর রাতে মোটরসাইকেলে করে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আমরা এ অভিযান পরিচালনা করি। 

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার কথা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনে মাধ্যমে আজ দুপুরে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’