হোম > অপরাধ > রাজশাহী

জামাইয়ের হাতে শাশুড়িকে হত্যার অভিযোগ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে জামাইয়ের হাতে শাশুড়ি ছবিজানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত ছবিজান ভবানীপুর ঈদগাহ পাড়ার মৃত সোহরাব হোসেনের স্ত্রী। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৮ বছর আগে নওগাঁর রানীনগর উপজেলার হাসপাতাল গেট এলাকার সাত্তার শেখের ছেলে ইমরানের (৩১) সঙ্গে বিয়ে হয় ছবিজানের ছোট মেয়ে শারমিন (২৬) এর। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল লেগেই থাকত। তাঁদের সংসারে ছেলে রকিবুল (৭) ও সামিয়া (৪) নামে একটি মেয়ে সন্তান রয়েছে। ইমরান নিয়মিত নেশা করত। এসব কারণে গত ৩ মাস আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরও ইমরান শারমিনকে উত্ত্যক্ত করতেন। 

এ বিষয়ে শারমিনের বড় বোন বলেন, আমার ছোট বোনের স্বামী ইমরান নেশাগ্রস্ত একজন মানুষ। এ কারণে বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পর থেকে বোন আমার বাড়িতেই থাকত। বোনকে বিদেশে পাঠানোর জন্য আমরা তোড়জোড় শুরু করি। এরই মধ্যে ইমরান আমার বাড়িতে এসে হুমকি দেয় এবং আমার বোনকে তাঁর সঙ্গে যেতে বলে। 

শারমিনের বড় বোন আরও বলেন, গত সোমবার বোন মায়ের কাছে ছিল। পরে গতকাল সকালে ঢাকা চলে যায়। কিন্তু ইমরান বিষয়টি না জেনে রাতে মায়ের বাড়িতে আসেন এবং বোনকে না পেয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা