হোম > অপরাধ > রাজশাহী

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ কিশোর

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ওই তিন কিশোরকে বিজ্ঞ আদালত সেফহোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার পর ওই শিশু নওগাঁ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ঘটনাটি ঘটে। পরদিন সোমবার বিকেলে শিশুটির বাবা ওই তিন কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে গতকাল ওই তিন কিশোরকে বিজ্ঞ আদালত সেফহোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

নির্যাতনে শিকার ওই শিশুর বাবা বলেন, গত রোববার আমার মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এই সুযোগে প্রতিবেশী তিন ছেলে আমার মেয়ের মুখ চেপে ধরে তাদেরই একজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে আমার শিশুকে নির্যাতন করে তারা পালিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে। ওই দিন মেয়ের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তাই বিকেলেই তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সোমবার বিকেলে আমি বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে গত সোমবার থানায় মামলা দায়ের করেন। মামলার পর ওই তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তাদের সেফহোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা