হোম > অপরাধ > রাজশাহী

তাড়াশে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাবেন আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার একটি গ্রাম এ ঘটনা ঘটে। ঘটনার পর গতকাল বুধবার রাতে স্থানীয় ওসমান আলীর ছেলে ছাবেন আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী তার বাবা ও দাদির সঙ্গে বাড়িতেই থাকত। ঘটনার দিন তার বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন ও তার দাদি ছাগল চড়াতে মাঠে যান। এই সুযোগ ছাবেন আলী ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এরপর তাকে হত্যা করে পালিয়ে যান। দুপুরের দিকে কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে কিশোরীর মরদেহ দেখতে পান। 

পরে তাড়াশ খবর পেয়ে ওই দিন বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘কিশোরীর গায়ে, মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরে বিভিন্ন তথ্যের সূত্র ধরে একই গ্রামের ছাবেন আলীকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।’

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা