হোম > অপরাধ > রাজশাহী

তাড়াশে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাবেন আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার একটি গ্রাম এ ঘটনা ঘটে। ঘটনার পর গতকাল বুধবার রাতে স্থানীয় ওসমান আলীর ছেলে ছাবেন আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী তার বাবা ও দাদির সঙ্গে বাড়িতেই থাকত। ঘটনার দিন তার বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন ও তার দাদি ছাগল চড়াতে মাঠে যান। এই সুযোগ ছাবেন আলী ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এরপর তাকে হত্যা করে পালিয়ে যান। দুপুরের দিকে কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে কিশোরীর মরদেহ দেখতে পান। 

পরে তাড়াশ খবর পেয়ে ওই দিন বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘কিশোরীর গায়ে, মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরে বিভিন্ন তথ্যের সূত্র ধরে একই গ্রামের ছাবেন আলীকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।’

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার