হোম > অপরাধ > রাজশাহী

মাঠে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জাহির আলী (৫৫)। আজ সোমবার বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের শালালপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জাহির আলী একই উপজেলার উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফাকু মণ্ডলের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জাহির আলী। পরে রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। আজ সোমবার সকালে ফতেপুর ইউনিয়নের শালালপুর গ্রামের ফাঁকা মাঠে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন কৃষকেরা। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। 

ওসি তারেকুর রহমান বলেন, মরদেহে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। ধারণা করা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

আরএমপির ১২ থানায় ওসিদের রদবদল

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

রাজশাহীতে এনসিপির কমিটি নিয়ে বিশৃঙ্খলা, বৈষম্যবিরোধীর পাঁচজনকে শোকজ

শিক্ষকদের ঢুকতে না দিয়ে পরীক্ষা নিলেন অভিভাবকেরা

রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

তিন দাবি না মানলে রাবির সমাবর্তন বর্জনের ঘোষণা

আপাতত চিনি আমদানি বন্ধ— নাটোরে উপদেষ্টা আদিলুর

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু