হোম > অপরাধ > রাজশাহী

ছেলের অপারেশনের ২ লক্ষাধিক টাকা ছিনতাই, অঝোরে কাঁদছেন এক মা 

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতির ঘটনায় ছেলের অপারেশনের ২ লাখ ২০ হাজার টাকা হারিয়ে অঝোরে কাঁদছেন নুসিয়া (৪৩) নামে এক মা। বাড়ির শেষ সম্বল বিক্রি করে ছেলের অপারেশনের জন্য টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তায় এমন ঘটনা ঘটায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। 

নুসিয়া বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে ভোলাহাট থেকে রওনা হই। সোনাজল নামক স্থানে আসলে চলন্ত বাস গতিরোধ করে ডাকাতরা বাসে উঠেই ড্রাইভারকে মারধর করেন। এ সময় পাশে এক নম্বর সিটে বসে ছিলাম আমি। ডাকাতরা আমার কাছে এসে আমার কানের স্বর্ণালংকার খুলতে বললে আমি বলি এগুলো পিতলের। তখন আমার গলাই দেশীয় হাসুয়া ধরে ২ লাখ ২০ হাজার টাকাসহ সবকিছু ছিনিয়ে নেয় এবং আমাকেও অনেক মারধর করেন। 

নুসিয়া আরও বলেন, আমি ছেলের অপারেশন জন্য জমি চাষের টিলার বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছিলাম। আমার ছেলের পায়ের একটা রগ ছেঁড়া তাই ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এখন আমার ছেলেকে আমি কীভাবে ভালো করব? তাহলে কি আমার ছেলে আর ভালো হবে না?

ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ওই ঘটনায় ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, এর আগে গতকাল রাতে ভোলাহাটে ঢাকাগামী নৈশকোচ, ট্রাক ও মোটরসাইকেলসহ ৩০ টির বেশি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার