চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতির ঘটনায় ছেলের অপারেশনের ২ লাখ ২০ হাজার টাকা হারিয়ে অঝোরে কাঁদছেন নুসিয়া (৪৩) নামে এক মা। বাড়ির শেষ সম্বল বিক্রি করে ছেলের অপারেশনের জন্য টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তায় এমন ঘটনা ঘটায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
নুসিয়া বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে ভোলাহাট থেকে রওনা হই। সোনাজল নামক স্থানে আসলে চলন্ত বাস গতিরোধ করে ডাকাতরা বাসে উঠেই ড্রাইভারকে মারধর করেন। এ সময় পাশে এক নম্বর সিটে বসে ছিলাম আমি। ডাকাতরা আমার কাছে এসে আমার কানের স্বর্ণালংকার খুলতে বললে আমি বলি এগুলো পিতলের। তখন আমার গলাই দেশীয় হাসুয়া ধরে ২ লাখ ২০ হাজার টাকাসহ সবকিছু ছিনিয়ে নেয় এবং আমাকেও অনেক মারধর করেন।
নুসিয়া আরও বলেন, আমি ছেলের অপারেশন জন্য জমি চাষের টিলার বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছিলাম। আমার ছেলের পায়ের একটা রগ ছেঁড়া তাই ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এখন আমার ছেলেকে আমি কীভাবে ভালো করব? তাহলে কি আমার ছেলে আর ভালো হবে না?
ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ওই ঘটনায় ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল রাতে ভোলাহাটে ঢাকাগামী নৈশকোচ, ট্রাক ও মোটরসাইকেলসহ ৩০ টির বেশি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে।