হোম > অপরাধ > রাজশাহী

মান্দায় স্বামী নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রতিনিধি

মান্দা (নওগা): মান্দায় নাসিমা বেগম (৪২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ গ্রামের ইমাজ উদ্দিন মোল্লা ওরফে মন্টু মোল্লার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে হৈচৈ শুনে তারা ওই বাড়িতে গিয়ে দেখেন নাসিমা বেগমের নিথর দেহ পড়ে রয়েছে। এসময় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, পারিবারিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে স্বামী মন্টু মোল্লা স্ত্রী নাসিমা বেগমের ওপর নির্যাতন করতেন। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে স্বামী মন্টু মোল্লা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী নাসিমা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ নওসের জানান, হাসপাতালে নেওয়ার আগেই নাসিমা বেগমের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ হিসেবে তিনি কিছুই জানাতে পারেননি।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, গৃহবধূ নাসিমা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে