রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৭ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন সহ পাঁচন্দর সল্লাপাড়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে মইজুদ্দিনকে (৪১), ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার পাঁচন্দর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে খাতিবুর রহমান (২৪), একই গ্রামের মৃত রহিম মণ্ডলের ছেলে শুকুর আলী ওরফে শুকু (৪৪), সমাসপুর গ্রামের গোলাম রসুলের ছেলে দেলোয়ার হোসেন (২৮)। এ ছাড়া নিয়মিত মামলার আসামি মালশিরা গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে রাসেল (২৮) ও তাঁর ভাই বিপ্লবকে (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানামূলক পলাতক আসামি রায়তান বাজে আকচা গ্রামের কুতুব উদ্দীনের ছেলে নয়ন দেওয়ান (৩৫)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।