হোম > অপরাধ > রাজশাহী

শাজাহানপুরে সরকারি তার চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার ৩

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় সাজাপুর রাধারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাজাপুর দরজিপাড়া গ্রামের জব্বারের ছেলে সুলতান (৩৫)। সুজাবাদ পশ্চিমপাড়া গ্রামের গফুরের ছেলে আনোয়ার (৩২) এবং সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে হান্নান (৩২)। 

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছুদিন ধরে এ তার চুরি করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পরিচয় গোপন রাখার শর্তে মাঝিড়া এবং সাজাপুর এলাকায় মহাসড়কের ধারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি চোর চক্র অনেক দিন ধরে মহাসড়কের ধারে মাটি খুঁড়ে সরকারি মূল্যবান তার চুরি করছিল। তবে সাধারণ মানুষ মনে করত মহাসড়কে উন্নয়নকাজের শ্রমিকেরা কাজ করছেন। এই কাজে মহাসড়কের দুদিকে নিজেদের লোক রাখত চক্রটি। পুলিশের গাড়ি দেখলে তাঁরা ফোনে সতর্ক করে দিতেন। 
 
এ প্রসঙ্গে শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরি করার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত