হোম > অপরাধ > রাজশাহী

শাজাহানপুরে সরকারি তার চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার ৩

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় সাজাপুর রাধারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাজাপুর দরজিপাড়া গ্রামের জব্বারের ছেলে সুলতান (৩৫)। সুজাবাদ পশ্চিমপাড়া গ্রামের গফুরের ছেলে আনোয়ার (৩২) এবং সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে হান্নান (৩২)। 

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছুদিন ধরে এ তার চুরি করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পরিচয় গোপন রাখার শর্তে মাঝিড়া এবং সাজাপুর এলাকায় মহাসড়কের ধারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি চোর চক্র অনেক দিন ধরে মহাসড়কের ধারে মাটি খুঁড়ে সরকারি মূল্যবান তার চুরি করছিল। তবে সাধারণ মানুষ মনে করত মহাসড়কে উন্নয়নকাজের শ্রমিকেরা কাজ করছেন। এই কাজে মহাসড়কের দুদিকে নিজেদের লোক রাখত চক্রটি। পুলিশের গাড়ি দেখলে তাঁরা ফোনে সতর্ক করে দিতেন। 
 
এ প্রসঙ্গে শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, ভূগর্ভস্থ মূল্যবান সরকারি ২০০ / ০.৯ পি. ঈ টেলিফোন তার চুরি করার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা