হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ছেলের লাঠির আঘাতে মা আঞ্জুয়ারা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন বাবা শাহ জামাল। তাঁরা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত শাহ জামালকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

স্থানীয়রা জানান, হতাহতদের ছেলে আরিফ (২৮) মানসিক ভারসাম্যহীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সে তাঁর বাবা ও মায়ের ওপর বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে মা-বাবা দুজনেই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম মারা যান। আহত বাবা শাহ জামালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

সদর থানায় পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস জানান, ছেলের আঘাতে মায়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ছেলে পালিয়ে গেছে। 

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে