হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ছেলের লাঠির আঘাতে মা আঞ্জুয়ারা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন বাবা শাহ জামাল। তাঁরা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত শাহ জামালকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

স্থানীয়রা জানান, হতাহতদের ছেলে আরিফ (২৮) মানসিক ভারসাম্যহীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সে তাঁর বাবা ও মায়ের ওপর বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে মা-বাবা দুজনেই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম মারা যান। আহত বাবা শাহ জামালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

সদর থানায় পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস জানান, ছেলের আঘাতে মায়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ছেলে পালিয়ে গেছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত