হোম > অপরাধ > রাজশাহী

ধুনটে পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতিকে গ্রেপ্তার

প্রতিনিধি

ধুনট (বগুড়া): ধুনট উপজেলায় যুবলীগের বহিষ্কৃত নেতা সোহরাব হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরু‌দ্ধে হত্যা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অভিযোগে করা নয়টি মামলা র‌য়ে‌ছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত।

সোহরাব হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুর রহমানের ছেলে এবং পৌর যুবলীগের সাবেক সভাপতি। গত সাত বছরে তার বিরুদ্ধে বগুড়া সদর ও ধুনট থানায় নয়টি মামলা হয়েছে। সর্বশেষ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাদক বিক্রির অভিযোগে কয়েক দফা গ্রেপ্তার হওয়ায় সোহরাব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গে‌ছে, সোহরাব হোসেনকে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত একটি খুনের মামলায় ও মাদকসহ একধিকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গত ১৯ এপ্রিল রাতে সোহরাব ও তার ভাই উপজেলা যুবলীগের সহ–সম্পাদক ফরহাদ হোসেন (৪০) মাদকদ্রব্য বিক্রি করতে থাকে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে। তবে সোহরাব হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহরাব হোসেন ও ফরহাদ হোসেনকে আসামি করে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে ফরহাদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর থেকে সোহরাব পলাতক ছিলেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সোহরাব হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে। আজ বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক