হোম > অপরাধ > রাজশাহী

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট, ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট করার মামলায় সুজন মহন্ত (৩৭) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামি সুজন মহন্ত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন তাঁর ফেসবুকে পবিত্র কাবাঘরের ছবি আপত্তিকরভাবে এডিট করে পোস্ট করেন। এতে তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানার পুলিশ সুজনকে আটক করে। ওই সময় তাঁর মোবাইল ফোন জব্দ করে এসংক্রান্ত সব তথ্য পাওয়া যায়। ফলে পরদিন সুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ।

ইসমত আরা আরও বলেন, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপিপন্থী শিক্ষকের ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম