হোম > অপরাধ > রাজশাহী

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট, ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে ছবি পোস্ট করার মামলায় সুজন মহন্ত (৩৭) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামি সুজন মহন্ত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন তাঁর ফেসবুকে পবিত্র কাবাঘরের ছবি আপত্তিকরভাবে এডিট করে পোস্ট করেন। এতে তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানার পুলিশ সুজনকে আটক করে। ওই সময় তাঁর মোবাইল ফোন জব্দ করে এসংক্রান্ত সব তথ্য পাওয়া যায়। ফলে পরদিন সুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ।

ইসমত আরা আরও বলেন, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে