হোম > অপরাধ > রাজশাহী

চুলার ধোঁয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রজপুর খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আলমগীর হোসেন ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। 

মৃতের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমরা মাসখানেক আগে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের ঘরের কাছে চুলা তৈরি করি। চুলার ধোঁয়া তাঁদের ঘরে ঢুকত। একই সঙ্গে চালের টিন নষ্ট হচ্ছে অভিযোগ তুলে গ্রামের কয়েকজনের মাধ্যমে চুলা বন্ধ করতে বলেন। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নেব বলে জানিয়েছিলাম। এরই জেরে আজ সকাল সাড়ে ৯টার দিকে দোকানে যাওয়ার পথে আমার স্বামীর রাস্তা অবরোধ করে মারধর করেন প্রতিবেশী আক্তার ও তাঁর পরিবারের লোকজন। বিষয়টি আমাদের লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। পরে আক্তার ও তাঁর লোকজন পালিয়ে যান।’ 

মৃতের স্ত্রী আরও বলেন, ‘ঘটনার পর পরই আমার স্বামীকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।’ 

আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে