হোম > অপরাধ > রাজশাহী

চুলার ধোঁয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রজপুর খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আলমগীর হোসেন ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। 

মৃতের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমরা মাসখানেক আগে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের ঘরের কাছে চুলা তৈরি করি। চুলার ধোঁয়া তাঁদের ঘরে ঢুকত। একই সঙ্গে চালের টিন নষ্ট হচ্ছে অভিযোগ তুলে গ্রামের কয়েকজনের মাধ্যমে চুলা বন্ধ করতে বলেন। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নেব বলে জানিয়েছিলাম। এরই জেরে আজ সকাল সাড়ে ৯টার দিকে দোকানে যাওয়ার পথে আমার স্বামীর রাস্তা অবরোধ করে মারধর করেন প্রতিবেশী আক্তার ও তাঁর পরিবারের লোকজন। বিষয়টি আমাদের লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। পরে আক্তার ও তাঁর লোকজন পালিয়ে যান।’ 

মৃতের স্ত্রী আরও বলেন, ‘ঘটনার পর পরই আমার স্বামীকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।’ 

আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ