হোম > অপরাধ > রাজশাহী

ভাই-ভাতিজাদের মারপিটে আহত বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

ছোট ভাই ও ভাতিজাদের মারপিটে গুরুতর আহত হওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত বৃদ্ধের নাম মো. আনসার (৬৫)। তিনি গোদাগাড়ী সদর ইউনিয়নের সাগুয়ান ঘুণ্টি গ্রামের বাসিন্দা।

আজ সোমবার রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে আনসারের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, গত ১০ এপ্রিল আনসারের বেগুন খেতে ঢুকে পড়েছিল তাঁর ছোট ভাই মো. একতারের একটি ছাগল। ইফতারের আগে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আনসার মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। একতারের পক্ষেরও দুজন আহত হন। সেদিন সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আনসার মারা গেছেন।

ওসি আরও জানান, আনসারকে মারপিটের ঘটনায় ১০ এপ্রিলই তাঁর ছেলে বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলাটিতেই এখন হত্যার ধারা যুক্ত হবে। ওই মামলার মোট আসামির মধ্যে সাতজন জামিনে আছেন। অন্য একজন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত