হোম > অপরাধ > রাজশাহী

সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ফারুকের নিজ স্কুল মাঠেই তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত ফারুক সদরের মালতিনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেন মালতিনগর বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান সাজ্জাদ। 

জানা গেছে, এ বছরের জানুয়ারি মাসে ফারুক একই বিদ্যালয়ের মুন্নী (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে। দাম্পত্যকলহের কারণে গত মে মাসে তাদের ডিভোর্স হয়। পরে একই বিদ্যালয়ের হৃদয় (১৭) নামের দশম শ্রেণির ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মুন্নী। বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই ফারুক ও মুন্নীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো। ঘটনার দিন তাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হচ্ছিল। ওই সময় হৃদয়ের সঙ্গে ফারুক তার সাবেক স্ত্রী মুন্নীকে দেখতে পায়। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মুন্নী ও হৃদয়ের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিদ্যালয়ের মাঠেই ফারুককে ছুরিকাঘাত করে হৃদয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

বগুড়া থানার এসআই সাজ্জাদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ফারুকের সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গে কোনো ঝামেলায় তাকে ছুরিকাঘাত করা হয়। ফারুকের পরিবার থেকে এখনো মামলা করা হয়নি। তবে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।’ 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত