রাজশাহীতে প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ উজ্জ্বল মণ্ডল (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃত উজ্জ্বল মণ্ডল জেলার গোদাগাড়ীর বারুইপাড়া গুড়িপাড়া মহল্লার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল সন্ধ্যায় গোদাগাড়ীর আঁচুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় উজ্জ্বলকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত উজ্জ্বলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।