হোম > অপরাধ > রাজশাহী

বিটকয়েন ব্যবসার নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ, ২ যুবক কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অনলাইন মুদ্রা ব্যবসার নামে প্রতারণা করে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন নুরুন্নবী পলাশ (৩৩) ও মিনারুল হক মিঠু (৩৪)। নুরুন্নবী পলাশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কদমতলি গ্রামে। তিনি রাজশাহী নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীন টাওয়ারের নবম তলায় বসবাস করেন। মিনারুল হক মিঠুর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া গ্রামে। তিনিও রাজশাহীতে থাকেন। 

নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, বিটকয়েন ব্যবসার নামে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের কাছ থেকে নূরনবী পলাশ ও তাঁর সহযোগীরা প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অন্তত দশটি মামলা করেছেন। বোয়ালিয়া থানাতেও একটি মামলা হয়। গত ১৩ সেপ্টেম্বর মামলাটি করেন চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার হোসেন নয়ন নামের এক ব্যক্তি। মামলায় নুরুন্নবী পলাশ, মিনারুল হক মিঠু ও আনারুল ইসলাম জয় নামের আরেকজনকে আসামি করা হয়। 

বৃহস্পতিবার বোয়ালিয়া ও রাজপাড়া থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালায়। পলাশকে গ্রেপ্তার করা হয়েছে তেরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীন টাওয়ারের নবম তলা থেকে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নিউমার্কেট এলাকা থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই