হোম > অপরাধ > রাজশাহী

কবরস্থানে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, মামলায় যুবক কারাগারে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবক মো. আল আমিন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১২টায় উপজেলার মির্জাপুর এলাকার রানীর হাট মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন ওই এলাকার বাসিন্দা। তিনি একজন ভাঙারি ব্যবসায়ী। শিশুটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহারে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি তার বাড়ির সামনে একটি মুদির দোকানে যায়। আল আমিন তাঁকে আইসক্রিম কিনে দেন। সঙ্গে ২০ টাকার একটি নোট হাতে দিয়ে প্রলোভন দেখিয়ে পাশের একটি কবরস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি এক নারী দেখে ফেললে আল আমিন দৌড়ে পালিয়ে যান। ঘটনার দিন রাতেই শিশুটির মা শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রয়েল হোসেন বলেন, মামলার পর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আজ সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত