হোম > অপরাধ > রাজশাহী

কবরস্থানে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, মামলায় যুবক কারাগারে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবক মো. আল আমিন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১২টায় উপজেলার মির্জাপুর এলাকার রানীর হাট মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন ওই এলাকার বাসিন্দা। তিনি একজন ভাঙারি ব্যবসায়ী। শিশুটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহারে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি তার বাড়ির সামনে একটি মুদির দোকানে যায়। আল আমিন তাঁকে আইসক্রিম কিনে দেন। সঙ্গে ২০ টাকার একটি নোট হাতে দিয়ে প্রলোভন দেখিয়ে পাশের একটি কবরস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি এক নারী দেখে ফেললে আল আমিন দৌড়ে পালিয়ে যান। ঘটনার দিন রাতেই শিশুটির মা শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রয়েল হোসেন বলেন, মামলার পর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, আজ সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী