হোম > অপরাধ > রাজশাহী

ডিবি পরিচয়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৪ 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ছোটমানিক গ্রামের আব্দুল জলিলের ছেলে সাগর (৩২), মাতাইশ মঞ্জিল মালঞ্চর মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪০), শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৫০) ও দমদমা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে শ্রী রতন চন্দ্র রায় (৩৮)। 

থানা সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা রাস্তার ওপর প্রকাশে ডিবি পুলিশের পরিচয়ে সিএনজির গতিরোধ করেন তাঁরা। পরে তল্লাশির নামে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় থানার উপপরিদর্শক মো. আনিছুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় আরও ৩-৪ দৌড়ে পালিয়ে যান। 

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আজ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত