হোম > অপরাধ > রাজশাহী

বিএডিসির গুদাম থেকে ৯৪ টন সার চুরি, গুদামরক্ষক বরখাস্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাফার গুদাম থেকে ৯৪ দশমিক ২ টন সার চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে ঘটনা প্রমাণিত হওয়ায় বিএডিসির উপসহকারী পরিচালক (গুদাম রক্ষক) জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জসিহুর রহমানকে বগুড়া আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. কাজেম আলী।

এ বিষয়ে বিএডিসির পক্ষ থেকে গঠিত দুই সদস্যবিশিষ্ট টাস্কফোর্সে রয়েছেন জামাল উদ্দীন, উপপ্রধান (পরিকল্পনা) এবং মঈনুল ইসলাম (সম্পাদক, জনসংযোগ বিভাগ)।

বৃহস্পতিবার (২০ জুলাই) ওই গুদামে গিয়ে তথ্য অনুসন্ধানে জানা গেছে, গুদামের রক্ষক বিএডিসির উপসহকারী পরিচালক জসিউর রহমান বিভিন্ন সময়ে ভুয়া চালানের মাধ্যমে ১৮ দশমিক ৩ টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ৪৪ দশমিক ১ টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং ৩১ দশমিক ৮ টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আত্মসাৎ করেছেন। গত ২৬ এপ্রিল বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদারসহ ওই বিভাগের আরও কর্মকর্তাদের নিয়ে সান্তাহারে বাফার গুদাম পরিদর্শন করেন। পরে এ বিষয়ে বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুই সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্স গত ১৭ জুলাই গুদামে সারের বস্তা গণনা করে ওই পরিমাণ সার লোপাটের বিষয়টি জানতে পারে।

এ দিকে সার লোপাটের বিষয়টি ধামাচাপা দিতে জসিউর রহমান গত মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করে আবার গুদামে ভরেন। টাস্কফোর্সের তদন্তে সার চুরির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে গত ১৮ জুলাই জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করে বগুড়া আঞ্চলিক অফিসে বদলি করা হয়।

চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী বিএডিসির সচিব মো. আশরাফুজ্জামান এসংক্রান্ত চিঠি পাঠান।

এ বিষয়ে জানতে জসিউর রহমানের ব্যবহৃত ফোনে নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সার চুরির ঘটনা তদন্তের সময় সান্তাহার সার গুদাম থেকে সার সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন একাধিক ডিলার। বৃহস্পতিবার সকাল থেকে সার সরবরাহ বন্ধ ছিল। পরে বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. কাজেম আলী সার সরবরাহের নির্দেশ দিলে বেলা ৩টার দিকে ডিলারদের সার সরবরাহ শুরু হয়।

এ সময় আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. কাজেম আলীকে জসিউর রহমানের বাসভবনে প্রায় তিন ঘণ্টা বৈঠক করতে দেখা যায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সারের বস্তা গণনার জন্য এখানে এসেছেন।

এ বিষয়ে সেলফোনে যোগাযোগ করলে বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ বলেন, ‘সারের বর্তমান মজুত জানার জন্য আরও গণনা করা হচ্ছে। সার আত্মসাতের ঘটনায় জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার