হোম > অপরাধ > রাজশাহী

আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বগুড়া

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে।

মুশফিকুর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাকশবা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আমজাদীয়া নামে ওই আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন তিনি। 

বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম মৃতের নাম পরিচয় নিশ্চিত করে জানান, জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখা গেছে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার চিকিৎসার কাজে বগুড়া এসে এই হোটেলের চারতলার একটি কক্ষ ভাড়া নেন মুশফিকুর রহমান। আজ দুপুরের পর থেকে রুম বন্ধ দেখে একাধিকবার তাঁর মোবাইলে কল দেন হোটেল ম্যানেজার মো. বুলবুল আহমেদ বোরহান। এ ছাড়া দরজায় অনেকক্ষণ টোকা দেওয়ার পরও না খুললে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশে খবর দেন ম্যানেজার। পুলিশ গিয়ে জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। 

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) তাজমিলুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের বগুড়ায় আসতে বলা হয়েছে। 

তাজমিলুর আরও বলেন, যেহেতু দরজা ভেতর থেকে বন্ধ ছিল সেহেতু প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যা। তবে পরিবারের সঙ্গে কথা বললেও হয়তো সঠিক কারণ জানা যাবে।

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা