হোম > অপরাধ > রাজশাহী

আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বগুড়া

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে।

মুশফিকুর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাকশবা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আমজাদীয়া নামে ওই আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন তিনি। 

বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম মৃতের নাম পরিচয় নিশ্চিত করে জানান, জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখা গেছে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার চিকিৎসার কাজে বগুড়া এসে এই হোটেলের চারতলার একটি কক্ষ ভাড়া নেন মুশফিকুর রহমান। আজ দুপুরের পর থেকে রুম বন্ধ দেখে একাধিকবার তাঁর মোবাইলে কল দেন হোটেল ম্যানেজার মো. বুলবুল আহমেদ বোরহান। এ ছাড়া দরজায় অনেকক্ষণ টোকা দেওয়ার পরও না খুললে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশে খবর দেন ম্যানেজার। পুলিশ গিয়ে জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। 

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) তাজমিলুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের বগুড়ায় আসতে বলা হয়েছে। 

তাজমিলুর আরও বলেন, যেহেতু দরজা ভেতর থেকে বন্ধ ছিল সেহেতু প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যা। তবে পরিবারের সঙ্গে কথা বললেও হয়তো সঠিক কারণ জানা যাবে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন