হোম > অপরাধ > রাজশাহী

আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বগুড়া

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে।

মুশফিকুর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাকশবা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আমজাদীয়া নামে ওই আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন তিনি। 

বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম মৃতের নাম পরিচয় নিশ্চিত করে জানান, জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখা গেছে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার চিকিৎসার কাজে বগুড়া এসে এই হোটেলের চারতলার একটি কক্ষ ভাড়া নেন মুশফিকুর রহমান। আজ দুপুরের পর থেকে রুম বন্ধ দেখে একাধিকবার তাঁর মোবাইলে কল দেন হোটেল ম্যানেজার মো. বুলবুল আহমেদ বোরহান। এ ছাড়া দরজায় অনেকক্ষণ টোকা দেওয়ার পরও না খুললে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশে খবর দেন ম্যানেজার। পুলিশ গিয়ে জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। 

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) তাজমিলুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের বগুড়ায় আসতে বলা হয়েছে। 

তাজমিলুর আরও বলেন, যেহেতু দরজা ভেতর থেকে বন্ধ ছিল সেহেতু প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যা। তবে পরিবারের সঙ্গে কথা বললেও হয়তো সঠিক কারণ জানা যাবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার