হোম > অপরাধ > রাজশাহী

৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, অভিযুক্ত কাজলকে গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। গতকাল বুধবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে বদলগাছী থানায় কাজল (২৬) নামে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কাজলকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা-পুলিশ। কাজল উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের চকাবির গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই ছাত্রী একই গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। কাজল ওই ছাত্রীর নিকট আত্মীয়। সেই সুবাদে তাদের বাড়িতে প্রায় যাতায়াত করত কাজল। একপর্যায়ে বিভিন্ন ভয়ভীতি ও লোভ দেখিয়ে কাজল ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে সবকিছু খুলে বলে। এরপর নওগাঁ সদরের গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করার পর জানা যায় সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। 

ছাত্রীর মা বলেন, আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে। সে ছোট মানুষ। বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আমার মেয়ের এই সর্বনাশ করেছে। 

এখন আমার মেয়ের কি হবে বলে আহাজারি করতে করতে তিনি বলেন, অভিযুক্ত কাজলের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি থানায় মামলা দায়ের করেছি। 

ধর্ষণের শিকার ওই ছাত্রীর সঙ্গে কথা হলে সে কান্নাজড়িত কণ্ঠে বলে, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কাজল আমাকে কয়েকবার ধর্ষণ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত কাজলের মা বলেন, আমার ছেলে যে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে সে বিষয়টি কেউ টের পায়নি এবং এত দিন আমাদের বলেনি। আমার ছেলের স্ত্রী ও একটি ছেলে সন্তান আছে। কাজল নওগাঁর রুবির মোড়ে মুনছুরের হোটেলে বেয়ারার কাজ করে। হঠাৎ তাঁকে পুলিশ ধরে নিয়ে গেলে বিষয়টি আমরা জানতে পারি। আমার ছেলে এ কাজ করেনি। 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্ত কাজলকে নওগাঁ সদরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ