চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৮ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ মো. মনিরুল ইসলাম (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি অভিযানকারী দল। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম শিবগঞ্জের বড় হাদিনগর গ্রামের মৃত আফসার হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল রাত ৭টার দিকে শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের জোহারপুর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় পাতার বিড়িসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।