হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আট দিনব্যাপী বইমেলা শুরু

রাবি প্রতিনিধি  

মেলার উদ্বোধন করেন রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এ সময় উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন, ‘গত বছরও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়েছিল। এ বছর সেটি আরও বৃহৎ পরিসরে শুরু করা হলো। এর উদ্দেশ্য হলো বই কেনা ও পড়াকে উৎসাহিত করা এবং বিভিন্ন নবীন লেখক, নতুন প্রকাশনা, পুরাতন ও প্রতিষ্ঠিত লেখক সবাইকে একত্রে নিয়ে আসা।’

তিনি বলেন, ‘এই মেলা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারের একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে এবং বছরের পর বছর চলতে থাকবে, আরও সমৃদ্ধিশালী হয়ে উঠবে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, ‘আজকের বইমেলায় প্রকাশনা বিভাগের একটি নিজস্ব স্টল এবং বিশ্ববিদ্যালয়ের একটি স্টল রয়েছে; যেখানে বিভিন্ন ফ্যাকাল্টির বই-পুস্তক, জার্নালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেখকেরা জমা দিতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীরা তাদের লেখা জমা দিতে পারবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লেখক ড. এ কে এম আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

উল্লেখ্য, মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন