হোম > অপরাধ > রাজশাহী

র‍্যাব হেফাজতে মৃত্যু: জেসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র‍্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। র‍্যাব তাঁকে আটকের একদিন পর রাজশাহীর রাজপাড়া থানায় এ মামলা হয়। গত ২৩ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হক।

আগের দিন ২২ মার্চ রাত সাড়ে ৯টায় জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে র‍্যাব। ২৪ মার্চ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘এনামুল হক মামলার এজাহারে এই অভিযোগ এনেছেন যে, জেসমিন তাঁর নামে ফেসবুকে একটি আইডি খুলেছিলেন। সেই আইডি দিয়ে তিনি প্রতারণা করছিলেন। জেসমিনের নাম উল্লেখ করেই মামলাটি করা হয়।’ 

এনামুল হক কীভাবে নিশ্চিত হলেন যে জেসমিনই ভুয়া আইডি খুলেছিলেন, এমন প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের কোনো অনুসন্ধান নেই। র‍্যাব হয়তো তদন্ত করছিল, তারা বলতে পারে।’

জেসমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল কি না জানতে চাইলে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘আমরা তো আসামি পাইনি। র‍্যাব নিয়ে এসে হাসপাতালে রেখেছিল। আমাদের তো দেয়নি। তাই গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলার মাধ্যমেই। আলাদা কোনো মামলা হয়নি।’

আরও খবর পড়ুন:

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি