হোম > অপরাধ > রাজশাহী

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেল করতে গিয়ে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, তানোর (রাজশাহী) 

রাজশাহীর তানোর পৌরশহরে এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে জালাল উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পৌরশহরের আমশো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জালাল তানোর পৌরশহরের আমশো মুন্নাপাড়া এলাকার নাসিম উদ্দিনের ছেলে। 

জানা গেছে, তানোর পৌর সদরে এক নারীর প্রায় তেরো বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাঁর স্বামী কাজের সন্ধানে সৌদি আরবে চলে যান। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই–তিন বছর পরপর দেশে আসেন ওই প্রবাসী। এর মধ্যে পৌর সদরের এক কাপড়ের দোকানের কর্মচারী জালালের সঙ্গে ফোনে সম্পর্ক হয় ওই প্রবাসীর স্ত্রীর। এর সুবাদে জালাল মেসেজিং অ্যাপ ইমোতে ওই গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেসব ছবি–ভিডিও ব্যবহার করে ওই যুবক তাঁর কাছ থেকে নানা সুবিধা আদায়ের চেষ্টা করেন। গত রোববার ওই গৃহবধূ প্রবাসে থাকা স্বামীকে বিষয়টি জানান। পরে তানোর থানায় জালালের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি রাকিবুল হাসান গৃহবধূর অভিযোগের ভিত্তিতে রোববার রাতে জালালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম