হোম > অপরাধ > রাজশাহী

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধরের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতার নাম জামাল উদ্দিন মিয়াজী (২৭) ও উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি রুবেল বালী (৩২)। জামাল উদ্দিন মিয়াজী মালিপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং রুবেল বালী মামলার প্রধান আসামি ও উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, গ্রেপ্তার দুজন মামলার ১ ও ২ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তাঁর দপ্তরে দরজা আটকে মারধর করেন। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। 

এর আগে, গত শুক্রবার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মালিপাড়া গ্রামের ওসমান গণি (৩১), আবু বক্কর (২৯) এবং উপলশহর গ্রামের জুয়েল রানা (২৬)। এ মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।

আরও পড়ুন: 

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা