হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

প্রতিনিধি

নাটোর: বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে এক বৃদ্ধ দম্পতি খুন হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মৃত বয়তুল্লাহর ছেলে আমির আলী (৭০), আমির আলীর স্ত্রী আলেকা বেগম (৬৫)। দুজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, আমির আলী ও আলেকা বেগমের ছেলে আলতাফ হোসেন ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে তারা একাই থাকতেন। বাড়িতে গরু পালন করতেন তারা। গরু পাহারা দেওয়ার জন্য ঘুমাতেন বারান্দায়। সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতির নাতি সুমন গিয়ে আমির আলীকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে দেখেন বারান্দার মশারি ছেঁড়া ও কাথা দিয়ে ওই দম্পতির মৃতদেহ ঢাকা। সুমনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেন।

ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কেউ ওই বৃদ্ধ দম্পতিকে মাথায় আঘাত করে হত্যা করা করে পালিয়ে গেছে। তবে কে বা কারা কী কারণে তাদের হত‌্যা করেছে তা ধারণা করতে পারছে না পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড