হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

প্রতিনিধি

নাটোর: বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে এক বৃদ্ধ দম্পতি খুন হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মৃত বয়তুল্লাহর ছেলে আমির আলী (৭০), আমির আলীর স্ত্রী আলেকা বেগম (৬৫)। দুজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, আমির আলী ও আলেকা বেগমের ছেলে আলতাফ হোসেন ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে তারা একাই থাকতেন। বাড়িতে গরু পালন করতেন তারা। গরু পাহারা দেওয়ার জন্য ঘুমাতেন বারান্দায়। সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতির নাতি সুমন গিয়ে আমির আলীকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে দেখেন বারান্দার মশারি ছেঁড়া ও কাথা দিয়ে ওই দম্পতির মৃতদেহ ঢাকা। সুমনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেন।

ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কেউ ওই বৃদ্ধ দম্পতিকে মাথায় আঘাত করে হত্যা করা করে পালিয়ে গেছে। তবে কে বা কারা কী কারণে তাদের হত‌্যা করেছে তা ধারণা করতে পারছে না পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার