হোম > অপরাধ > রাজশাহী

বন্ধুকে হত্যার দায়ে অপর বন্ধুর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরে সোহাগ মিয়া (১৯) নামে এক বন্ধুকে হত্যার দায়ে জসিম উদ্দিন (২০) নামে অপর বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরী গ্রামের বকুল মিয়ার ছেলে। তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

মৃত সোহাগ মিয়া একই এলাকার সিরাজ মিয়ার ছেলে। তাঁর পক্ষে মামলা পরিচালনা করেছেন পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম। 

মামলার বিবরণে জানা গেছে, জসিম উদ্দিন তাঁর বন্ধু সোহাগ মিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ধার নিয়ে জুয়া খেলে হেরে যান। ধারের টাকার জন্য সোহাগ চাপ দিলে জসিম উদ্দিন তাঁকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক তিনি ২০১৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় সোহাগকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন জসিম। পরে আবার অন্যদের সঙ্গে সোহাগের মরদেহ দেখতে যান। ঘটনার পরদিন সোহাগের বাবা সিরাজ মিয়া অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তে জসিমের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৪ বছরের বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম