রাজশাহীর তানোরে বিড়ির টাকার জন্য নানিকে হত্যার অভিযোগ উঠেছে যুবক ইসমাইল সরেনের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নাতি ইসমাইলকে আটক করেছে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সোনা সরেন (৭৫)। তিনি ওই মহল্লার চরন টুডুর স্ত্রী। নাতি ইসমাইল সরেন তাঁর বাড়িতেই থাকতেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, বিড়ির টাকার জন্য গতকাল দুপুর ১২টার দিকে বাগ্বিতণ্ডা হয় তাঁদের। এ সময় মাদকাসক্ত ছিলেন ইসমাইল। কাউকে ঘরে ঢুকতে দেননি। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের মধ্যে লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কিল, ঘুষি ও লাঠি দিয়ে আঘাতের কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাতে চুপিসারে লাশ দাফন করতে চাইলে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও নাতিকে আটক করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।