হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে খেতে পড়ে ছিল অটোচালকের গলাকাটা লাশ 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে মানিক হোসেন (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ঝাঐল বাজারের পাশের একটি বেতের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মানিক হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলী ছেলে।

মানিকের ভাই আতিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর রাতে বাড়িতে না ফেরায় ও মোবাইল ফোনটি বন্ধ থাকায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ঝাঐল এলাকার একটি বেতের খেতে মানিকের মরদেহ পাওয়া গেছে। তবে তার সঙ্গে থাকা অটোরিকশা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মানিক ভাইয়ের সঙ্গে কারও সঙ্গে পূর্বের কোনো শত্রুতা ছিল না। ধারণা করছি যাত্রী সেজে গাড়িতে উঠে তাকে হত্যা করে এবং গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির জোড় দাবি করেছেন তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় চালকের মা হাফিজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা