হোম > অপরাধ > রাজশাহী

চাকরি দেওয়ার নামে সাড়ে ২৩ লাখ টাকা আত্মসাৎ, ভুয়া সেনাসদস্য গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে চাকরি দেওয়ার নামে সাড়ে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবকের দায়ের করা মামলায় ফারুক শেখ (২৮) নামে এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলা ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, আসামি ফারুক শেখ নিজেকে কুমিল্লা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের সেনাসদস্য বলে এলাকার মানুষের কাছে পরিচয় দিতেন। আইডি কার্ড সংবলিত সেনাবাহিনীর পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকাও হাতিয়ে নিতেন তিনি। একপর্যায়ে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মিজানুর রহমানের (২৪) কাছ থেকে ৮ লাখ টাকা নেন। একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে মিজানুর রহমানের (২২) কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা এবং মুরাদপুর গ্রামের সোহাগ বাবুর (২০) কাছ থেকেও ৮ লাখ টাকাসহ সর্বমোট সাড়ে ২৩ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

পরে চাকরিপ্রার্থীরা জানতে পারেন ফারুক সেনাবাহিনীতে চাকরি করেন না। ফারুক ভুয়া পরিচয়ে তাঁদের থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। চাকরি দিতে না পারায় ফারুক শেখের কাছে টাকা ফেরত চাইলে ভুক্তভোগী যুবকদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন ফারুক। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে গতকাল তাঁকে আটক করে পুলিশ।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত ফারুক সেনাবাহিনীর সদস্য নন। তিনি মিথ্যা পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগীদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান