হোম > অপরাধ > রাজশাহী

চাকরি দেওয়ার নামে সাড়ে ২৩ লাখ টাকা আত্মসাৎ, ভুয়া সেনাসদস্য গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে চাকরি দেওয়ার নামে সাড়ে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবকের দায়ের করা মামলায় ফারুক শেখ (২৮) নামে এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলা ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, আসামি ফারুক শেখ নিজেকে কুমিল্লা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের সেনাসদস্য বলে এলাকার মানুষের কাছে পরিচয় দিতেন। আইডি কার্ড সংবলিত সেনাবাহিনীর পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকাও হাতিয়ে নিতেন তিনি। একপর্যায়ে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মিজানুর রহমানের (২৪) কাছ থেকে ৮ লাখ টাকা নেন। একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে মিজানুর রহমানের (২২) কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা এবং মুরাদপুর গ্রামের সোহাগ বাবুর (২০) কাছ থেকেও ৮ লাখ টাকাসহ সর্বমোট সাড়ে ২৩ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

পরে চাকরিপ্রার্থীরা জানতে পারেন ফারুক সেনাবাহিনীতে চাকরি করেন না। ফারুক ভুয়া পরিচয়ে তাঁদের থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। চাকরি দিতে না পারায় ফারুক শেখের কাছে টাকা ফেরত চাইলে ভুক্তভোগী যুবকদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন ফারুক। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে গতকাল তাঁকে আটক করে পুলিশ।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত ফারুক সেনাবাহিনীর সদস্য নন। তিনি মিথ্যা পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগীদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।’

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম