চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আইনজীবী ইলিয়াস উদ্দীনের (৪২) বিরুদ্ধে ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে (৩৭) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার শিয়ালা গাবতলায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ইলিয়াস উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য। তাঁর ছোট ভাই গোলাম মোর্শেদ মিলন ছিলেন গরু ব্যবসায়ী। তাঁরা শিয়ালা গাবতলা এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
নিহত গোলাম মোর্শেদ মিলনের ব্যবসায়িক সহযোগী আবদুর রহমান বলেন, পারিবারিকভাবে পৈতৃক জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল বুধবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। রাত ৯টার দিকে তাঁদের বিরোধ সমাধানের চেষ্টা করে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। তবে সমাধান হয়নি। আজ সকাল ৮টার দিকে ইলিয়াস উদ্দীন ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে হত্যা করে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, প্রায় পাঁচ বছর আগে মিলনের চাকরির জন্য এক বিঘা জমি বিক্রি করে টাকা দেন তাঁর বাবা। যে কারণে বড় ভাই ইলিয়াস উদ্দীনও এক বিঘা জমি দাবি করেন। পরে তাঁকেও এক বিঘা জমি লিখে দেন তাঁদের বাবা গোলাম মোস্তাফা। তার পরও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
নিহত মিলনের চাচাতো বোন আমেনা খাতুন বলেন, বিরোধ থাকলেও পাশাপাশি ঘরে থাকতেন দুই ভাই। সেখানে তাঁদের মা জেবুন্নেসা বেগম, বাবা ও তালাকপ্রাপ্ত বোন থাকতেন। সকাল ৮টার দিকে ইলিয়াস উদ্দীনকে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে আশপাশের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আইনজীবী ইলিয়াস পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।